এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পাঞ্জাবে বিএসএফ জওয়ানের মৃত্যু, দাসপুরে দেহ ফিরতেই শোকস্তব্ধ গোটা গ্রাম

Published on: February 15, 2023 । 10:51 PM

সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: সেনা ক্যাম্পাসের মধ্যেই কর্মরত অবস্থায় মৃত্যু হল দাসপুরের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা বিএসএফ জওয়ান গোপাল টুডুর। ১৩ ফেব্রুয়ারি পাঞ্জাবের গুরুদাসপুর সেক্টরে ক্যাম্পাসের মধ্যেই গোপাল টুডুর বুকে ব্যাথা অনুভব হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে সেনা হসপিটালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। হার্ট অ্যাটাকে গোপালবাবুর এই মৃত্যু বলে সেনা হাসপাতালসূত্রে জানানো হয়। গোপালবাবুর এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সহকর্মী জওয়ান সহ অফিসাররাও। আজ ১৫ ফেব্রুয়ারি ভোরে গোপাল টুডুর দেহ বাসুদেবপুরে গ্রামের বাড়িতে এলে আত্মীয় পরিজন ও গ্রামবাসীরা কান্নায় ভেঙে পড়েন। গোটা গ্রাম এখন শোকস্তব্ধ। সেনাবাহিনীর সমস্ত নিয়ম-নীতি মেনেই গোপালবাবুর শেষকৃত্য সম্পন্ন হয়।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।