দুষ্কৃতীদের সনাক্ত করতে ঘাটালের ব্যবসায়ী সমিতি ৩০টি সিসি ক্যামেরা বসাল

রবীন্দ্র কর্মকার:  দুষ্কৃতীদের সনাক্ত করতে ব্যবসায়ী সমিতি ক্লোজড-সার্কিট  ক্যামেরা বসাল। ঘাটাল থানার বরদা চৌকান দোকান ব্যবসায়ী সমিতি প্রায় সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে ওই সিসি

ক্যামেরাগুলি বসিয়েছে। ওই সমিতির সভাপতি দশরথ দোলই বলেন, এই এলাকায় প্রায়ই চুরি হয়। যাতে দুষ্কৃতীদের সহজেই চিহ্নিত করতে পারা যায় তার জন্যই আমরা বাধ্য হয়েই এই উদ্যোগ নিয়েছি। সারা বাজার জুড়ে মোট ৩০টি ক্যামের বসানো হয়েছে।  ওই ব্যবসায়ী সমিতির সম্পাদক রফিক আলি বলেন, এই পরিকল্পনা আমাদের অনেক দিন আগে থেকেই ছিল। এত দিনে তা বাস্তবায়িত হল। ঘাটাল-ক্ষীরপাই সড়কের দুই পাশে ঘাটাল বিডিও অফিস সংলগ্ন এলাকায় ৩০০টিরও বেশি দোকান নিয়ে ওই ব্যবসায়ী সমিতি। প্রায় ২০ বছর ধরে ওই এলাকার ব্যবসায়ীরা পালা করে নিজেদের উদ্যোগেই নাইটগার্ড দিয়ে আসছিল। কিন্তু কিছু দোকানদারের অনীহার জন্য সেই নাইটগার্ড সিস্টেম এখন প্রায় অচল। আর সেই সুযোগ নিয়ে চুরির ঘটনাও উদ্বেগজনকভাবে বেড়ে গিয়েছে। তাই অত্যাধুনিক টেকনোলজিকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা নিজেরাই খরচ করে এই সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করেছে। ক্যামেরাগুলি  লাগানোর বরাত দেওয়া হয়েছে ঘাটাল কুশপাতার সফটেক সলিউশান সংস্থাকে। ওই সংস্থার কর্ণধার সুজিত মহাপাত্র বলেন, আমাদের টেকনিশিয়ানরা খুব দ্রুততা ও দক্ষতার সঙ্গে ক্যামেরাগুলি ইন্সটল করছেন। আশা রাখছি দু-একদিনের মধ্যেই পুরোদমে ক্যামেরাগুলি চালু করা যাবে। রফিকবাবু বলেন, আগামী কাল ১৫ আগষ্ট আনুষ্ঠানিকভাবে ওই ক্যামেরাগুলির উদ্বোধন করা হবে। ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই এব্যাপারে ওই ব্যবসায়ী সমিতির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

রবীন্দ্র কর্মকার: ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177