এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন ঘাটালের বিজেপি বিধায়ক, নিরাপত্তার দায়িত্বে ৪ জওয়ান

Published on: May 16, 2021 । 7:56 PM

নসারা কর: স্থানীয় সংবাদ, ঘাটাল:  রাজ্যের অন্যান্য বিজেপি বিধায়কদের মত আজ ১৬ মে রবিবার সন্ধ্য ৬ টা থেকে ৪ জন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন  ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট । কেন্দ্রীয় মন্ত্রক থেকে এই নিরাপত্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ থেকে শীতলবাবু যেখানেই যাবেন বা যেখানেই থাকবেন বাহিনীর জওয়ানরাও তাঁর সাথেই থাকবেন। কেন্দ্রীয় নিরাপত্তার বিষয় নিয়ে শীতলবাবু জানান, রাজ্যজুড়ে ভোট পরবর্তী সন্ত্রাস যেভাবে চলছে তাতে করে কেন্দ্র মনে করেছে যে কোনও সময় সেই সন্ত্রাসের শিকার হতে পারে এরাজ্যের বিজেপি বিধায়করাও, তাই বিধায়কদের নিরাপত্তার ব্যবস্থা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রসঙ্গত, রাজ্যের অন্যান্য বিজেপি বিধায়করা গত দুদিন আগে থেকে এই নিরাপত্তা পেলেও ঘাটালের বিধায়ক শীতল কপাট আজ সেই নিরাপত্তা পেলেন। ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।