রাস্তা সংস্কারের দাবিতে চন্দ্রকোণায় ছাত্রছাত্রীদের পথ অবরোধ

বিকাশ আদক, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: বেহাল রাজ্যসড়ক সারাইয়ের দাবিতে চন্দ্রকোণায় ছাত্রছাত্রীদের পথ অবরোধ, বন্ধ যান চলাচল, অবরোধ তুলতে গেলে বিডিও ও পুলিশকে ঘিরে বিক্ষোভ। চন্দ্রকোণা-২ ব্লকের পলাশচাবড়ী-শ্রীনগর রাস্তার বেহাল দশা। যাতায়াতের সমস্যায় পড়তে হয় স্কুল-কলেজ পড়ুয়া থেকে নিত্যযাত্রী প্রত্যেককেই। তাই বাধ্য হয়েই আজ ৮ ডিসেম্বর হাতে প্লাকার্ড নিয়ে পথঅবরোধ করলেন স্কুল পড়ুয়া ও এলাকাবাসীরা। একটাই দাবি, বেহাল এই রাজ্য সড়ক দ্রুত মেরামতের ব্যবস্থা করা হোক। ঘটনার জেরে সড়কের যানচলাচল আপাতত বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চন্দ্রকোণা-২ বিডিও অমিত ঘোঘ ঘটনাস্থলে গেলে তাঁকে ঘিরে অবরোধকারীরা বিক্ষোভ দেখান।

পুলিশ ও প্রশাসনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের বেশ কিছুক্ষণ পরে প্রশাসন ও পুলিশের আশ্বাসে অবরোধ উঠে। অবরোধকারীরা অভিযোগ তুলেছেন, মালবাহী ট্রাক ও বড় গাড়ি গিয়েই রাস্তাটির এই বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিদিন চরম হয়রানির শিকার হতে হয় স্কুল,কলেজের পড়ুয়া থেকে পথচলতি মানুষদের। কিন্তু প্রশাসনের এ ব্যাপারে কোনো হেলদোল নেই। চন্দ্রকোনা থেকে পলাশচাবড়ী, ভায়া, শ্রীনগর হয়ে এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক বর্তমানে। দীর্ঘদিন এইরকম বেহাল অবস্থায় রয়েছে। তাই আজ বাধ্য হয়েই পথ অবরোধ করলেন।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।