বজ্রাঘাতে এক মহিলা সহ মৃত ২, আহত ২

তনুপ ঘোষ,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: অল্প কিছু সময়ের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিতে চন্দ্রকোণায় দুজনের বজ্রঘাতে মৃত্যু হয় এবং দাসপুরে দুজন আহত হন। আজ ৭ জুন দুপুর সাড়ে তিনটা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। আর এই বজ্রঘাতেই চন্দ্রকোণা থানার জাড়া পূর্ব পাড়ার বাসিন্দা অরুণ মন্ডল আহত হন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অন্যদিকে চন্দ্রকোণারই হিরো ধরপুরে অর্চনা রায়(৩৫) একইভাবে বজ্রাঘাতে মৃত্যু হয় বলে বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে জানা গিয়েছে। দাসপুরে কুল্টীকরি ছাতিক পাড়া এলাকায় শ্যামলী দোলই গুরুতর ভাবে আহত হন। শ্যামলীদেবীর স্বামী বুদ্ধদেব দোলই বলেন, এদিন বৃষ্টির সময় শ্যামলীদেবী বাড়িতেই ছিলেন। হঠাৎ বাড়ির কাছের নারকেল গাছে বাজ পড়ে। আর তাতেই আমার স্ত্রী ও ছেলে রাকেশ দোলই আহত হন এবং সঙ্গে সঙ্গে জ্ঞান হারান। আমরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে ছেলে রাকেশ প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন। কিন্তু শ্যামলীদেবীর মাথা থেকে পা পর্যন্ত বাম দিকের অংশটি পুরোপুরি অসাড় হয়ে গিয়েছে বলে জানান। এছাড়াও দাাাা দাসপুর থানার শ্যামচকের আজ মাঠে মাছ ধরতে গিয়ে অনুপ আলু নামে এক প্রৌঢ়ের শরীরের সামনের দিকের অংশ পুড়ে যায় বজ্রাঘাতে। আশঙ্কাজনক ভাবে আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান পরিবারের লোকজন। •আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/ •ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/SthaniyaSambad •আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en টেলিগ্রামাম চ্যানেল: https://t.me/SthaniyaSambadGhatal

মন্দিরা মাজি: •‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015