হাসপাতালের জরাজীর্ণ অবস্থা, মেরামত না করায় তীব্র ক্ষোভ এলাকাবাসীর

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: জীবনের ঝুঁকি নিয়ে চলছে হাসপাতালের পরিষেবা। যে কোনও সময় হাসপাতালের ছাদ ভেঙে পড়তে পারে মাথার ওপর। এমনই জরাজীর্ণ ভগ্নপ্রায় অবস্থা চন্দ্রকোনা-১ ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। এই স্বাস্থ্য কেন্দ্রের উপরেই নির্ভরশীল ওই এলাকার প্রায় ৪০ থেকে ৫০টি গ্রামের মানুষেরা। হাসপাতালের এই ভয়ানক পরিস্থিতি সত্ত্বেও মানুষজনকে ছুটে আসতে হয় এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই। কারণ তাদের কাছে এটিই একমাত্র চিকিৎসা পরিষেবা কেন্দ্র।

বর্তমানে হাসপাতালের বেহাল পরিস্থিতি। পলেস্তারা খসে খসে পড়ছে দেওয়াল ও ছাদ থেকে। দেওয়ালের লোহার রডগুলি বেরিয়ে গিয়েছে, দেওয়ালে ধরেছে বড় বড় ফাটল। বৃষ্টি হলে ছাদ থেকে জল পড়ে হাসপাতালের রুমগুলি জলে ভরে যায়। যেকোনও সময় ছাদ ভেঙে পড়ে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। হাসপাতালের এক কর্মী হাসপাতালের বেহাল অবস্থা নিয়ে কী বললেন দেখুন…

বারবার ব্লক থেকে শুরু করে গ্ৰাম পঞ্চায়েত সব জায়গাতে জানিয়েও বছরের পর বছর ধরে এই একই অবস্থা হাসপাতালের এমনটাই জানাচ্ছেন রোগী থেকে চিকিৎসক, নার্স প্রত্যেকেই। সকলেই চাইছেন দ্রুত হাসপাতালটির মেরামতের ব্যবস্থা করুক প্রশাসন। চন্দ্রকোণা ১ ব্লকের রথীন্দ্রনাথ অধিকারী এ বিষয়ে তার মতামত জানিয়ে বলেন, আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়েছি। আশা করি দ্রুত ব্যবস্থা গ্ৰহণ করা হবে।

পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য গুপ্ত বলেন, রাজ্যস্তরে হাসপাতাল মেরামতের প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বছরের পর বছর ধরে যে হাসপাতালে এমনই পরিস্থিতি সে হাসপাতাল কবে প্রশাসন উদ্যোগ নিয়ে মেরামত করে সেটি এখন দেখার।

তনুপ ঘোষ: 'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com