এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মামাবাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক মৃত্যু ৪ বছরের শিশুর

Published on: July 17, 2023 । 2:52 PM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুরের সিঙ্গাঘাই গ্রামে মামা বাড়ি বেড়াতে এসে মর্মান্তিক মৃত্যু বছর ৪ এর এক শিশুর। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
ঘটনাকে ঘিরে শোকের ছায়া দাসপুরের সিঙ্গাঘাইয়ের মোহন বাস্কে তথা মামা দাদুর পরিবারের পাশাপাশি কেশপুর থানার বসনচক গ্রামে ওই শিশুর নিজের বাড়িতে। জানা গিয়েছে, কেশপুরের বাসিন্দা নিয়তি মাণ্ডি তাঁর ছেলে রোহিত মাণ্ডিকে(৪) নিয়ে দাসপুর থানার সিঙ্গাঘাই গ্রামে মোহন বাস্কের বাড়িতে তথা তাঁর বাপের বাড়িতে এসে ছিলেন। আজ ১৭জুলাই সোমবার সকালের দিকে মামা বাড়ির পাশের পুকুরে রোহিত কোনওভাবে তলিয়ে যায়। তাকে উদ্ধার করে নাড়াজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে রোহিতকে মৃত বলে ঘোষণ করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now