এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের বাছড়াকুণ্ডুতে মামা বাড়ি এসে মর্মান্তিক মৃত্যু কেশপুরের ছোট্ট অপূর্বর

Published on: November 18, 2022 । 8:30 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: মামা বাড়ি বেড়াতে এসে মর্মান্তিক মৃত্যু বছর ৩ এর খুদের। শোকের ছায়া[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] এখন দাসপুর থানার বাছড়াকুণ্ডু গ্রামে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ভাইফোঁটার সময় আনন্দপুর থানার বহড়ত গ্রামের বাসিন্দা কুশধ্বজ দোলই এর বছর ৩ এর পুত্র অপূর্ব তার মায়ের সাথে দাসপুরের এই বাছড়াকুণ্ডু গ্রামে মামার বাড়ি এসেছিল। আজ ১৮ নভেম্বর শুক্রবার বেলা ১১টা নাগাদ মামা বাড়ির পাশে শিলাবতী নদীর বাঁধে অন্যান্যদের সাথে খেলাধুলা করছিল অপূর্ব। মা তখন নদীতে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎই অপূর্ব বাঁধ থেকে নদীর জলে পড়ে যায়। স্থানীয়রা জানাচ্ছেন, ঘটনার কয়েক মিনিটের মধ্যেই অপূর্বর মা, মামা বিভাস সিংহের পরিবারের সদস্যরা এবং পরে গ্রামের শতাধিক মানুষ জলে ঝাঁপ দিয়ে অপূর্বকে উদ্ধারের কাজে নামেন। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও অপূর্বর খোঁজ মেলেনি। এদিন প্রায় ২টা নাগাদ ঘটনাস্থল থেকে কিছু দূরে ওই শিলাবতী নদীর জলেই ভেসে ওঠে অপূর্বর নিথর দেহ। পরে ঘটনার খবর পেয়ে ওই গ্রামে পৌঁছায় দাসপুর পুলিশ। বিকেলে দাসপুর থানার পুলিশ অপূর্বর দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। মামাবাড়ি এসে এমন মর্মান্তিক পরিণতি ভাগ্নার। শোকস্তব্ধ দাসপুরের বাছড়াকুণ্ডুর পাশাপাশি আনন্দপুরের বহড়ত গ্রাম।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।