সোশ্যাল মিডিয়ার দৌলতে হারিয়ে যাওয়া বালক বাড়ি ফিরে গেল

মনসারাম কর[M:9647180572], স্থানীয় সংবাদ, ঘাটাল: সোশ্যাল মিডিয়ার দৌলতে অবশেষে গতকাল ১৪ ডিসেম্বর ২০২১ ঘাটাল শহরের কলেজ মোড় থেকে উদ্ধার হওয়া বালকটিকে ফিরে পেতে ঘাটালে পৌঁছে গেলেন বালকের মা-বাবা। তাঁরা হাওড়া জেলার শ্যামপুর থানার সমসপুর গ্রামের বাসিন্দা। ঘাটাল থানার পুলিশ বালকটির বাবা-মায়ের  সাথে কথা বলে জানতে পেরেছে,  গতকাল সকালে বাড়ির পাশেই বাসস্ট্যান্ড লাগোয়া একটি মাঠে খেলতে গিয়েছিল তাদের ছেলে। তার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। গতকাল রাতেই এই বালকটিকে ঘাটালের কলেজমোড় এলাকায় একাকী অসহায় অবস্থায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় ঘাটাল থানার টহলদারি পুলিশের। ঘাটালের ওসি দেবাংশু ভৌমিকের উদ্যোগে বালকটিকে সঙ্গে সঙ্গে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং খাওয়া সহ শীতের পোশাক সামগ্রীর ব্যবস্থা করা হয়।
কোনওভাবেই বালকটির নাম ঠিকানা বলতে না পারায় তাকে বাড়ি ফেরাতে সমস্যায় পড়ে পুলিশ। সংবাদ মাধ্যমে সেই খবর পৌঁছাতেই বালকটিকে বাড়ি ফেরাতে পুলিশের সাথে তৎপর হয়ে ওঠে স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়া। একটি পোস্টার বানিয়ে স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় পোস্ট করতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সেই পোস্টার। অবশেষে আজ সেই পোস্টার দেখে হাওড়া থেকে বালকটির পিতা মাতা ঘাটাল থানায় ছুটে আসেন। পুলিশ জানতে পেরেছেন, বালকটি প্রথমে হাওড়া থেকে বাসে করে কোলাঘাটে আসে। সেখান থেকে বাড়ি ফেরার তাগিদে পুনরায় ভুল করে চন্দ্রকোণা বাসে ওঠে, চন্দ্রকোণা বাস স্ট্যান্ড থেকে সন্ধ্যার পর পুনরায় ঘাটালে আসে সে।ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক বলেন, চাইল্ড লাইনের সমস্ত নিয়ম মেনে সুনির্দিষ্ট পদ্ধতিতে বাচ্চাটিকে তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হবে।প্রসঙ্গত, বালকটি আংশিক প্রতিবন্ধী। ঘাটাল থানার মানবিক পুলিশ ও সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার জন্যই বাচ্চাটি দ্রুত বাড়ি ফিরতে চলেছে বলেই মনে করছেন সকলে।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।