নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: ভারতীয় রেডক্রশ সোসাইটির ঘাটাল মহকুমা শাখার উদ্যোগে রাধানগর চন্দননগর সেন্টারে শিশু দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজিত হল। দুটি বিভাগে মোট ৪৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ৭-১০ বছর পর্যন্ত ক- বিভাগ এবং ১০- ১৪ বছর বয়স পর্যন্ত খ বিভাগের প্রথম পাঁচজন করে মোট ১০ জনকে পুরস্কৃত করা হয়। বাকি সমস্ত প্রতিযোগীদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। উপস্থিত ছিলেন রেডক্রশের সম্পাদক নারায়ণ ভাই, খাদ্য কর্মাধ্যক্ষ প্রশান্ত রায়, পঞ্চায়েতের সদস্য বিজয় মান্ডি, রেডক্রশের সদস্য রামমোহন চক্রবর্তী, রেডক্রশের ট্রেজারার শ্যামল রায় প্রমুখ।
রেডক্রশের উদ্যোগে শিশুদিবসে অঙ্কন প্রতিযোগিতা হল
Published on: November 14, 2022 । 5:44 PM












