এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

করোনা নিয়ে সিভিক ভলেন্টিয়ারদের বিশেষ উদ্দ্যোগ ঘাটালের খাসবাড়ে

Published on: April 19, 2020 । 10:26 AM

মনসারাম কর: ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের বিশেষ উদ্যোগে মাস্ক বিতরণ ও করোনা নিয়ে সচেতনতার পাঠ দেওয়া হল ঘাটাল থানার খাসবাড় এলাকায়। আজ ১৯ এপ্রিল রবিবার সকাল থেকেই সিভিক ভলেন্টিয়ারদের একটি টিম রাস্তায় দাঁড়িয়ে খাসবাড়ে বাজার করতে আসা মানুষদের ভাইরাস সংক্রমণের বিষয়ে সচেতন করে এবং হাতে একটি করে মাস্ক তুলে দেয়। টিমের তরফে বলরাম সিং বলেন, আমরা কয়েকজন মিলে নিজেদের পকেট থেকেই প্রত্যেকে কিছু কিছু করে টাকা তুলে আজ প্রায় দুশোটি মাস্ক সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছি, তবে অনেক মানুষ এখনও সচেতন নয়, তাদের আমরা বোঝানোর চেষ্টা করছি এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানাচ্ছি।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।