পঞ্চরাত্রিতলা সংলগ্ন শিলাবতী নদীতে জল তোলার ভিড়

বিলাস ঘোষ (শিক্ষক): আজ শ্রাবণ মাসের শেষ দিন, অর্থাৎ শ্রাবণী সংক্রান্তি৷ শ্রাবণী সংক্রান্তি উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবছরও বাঁকা-সুলতানপুর পঞ্চরাত্রিতলা সংলগ্ন প্রাঙ্গণে শিলাবতী নদীতে জল ডুবানোর উপচেপড়া ভীড়৷ অজ ১৮ আগস্ট ভোরবেলা থেকে প্রায় কয়েক হাজার পূণ্যার্থীর দর্শন মেলে৷ এখান থেকে জল নিয়ে কেউ যাচ্ছে রসকুন্ডু,  বসন্তরায়ের মন্দির, কেউ যাচ্ছে   শম্ভুনাথের মন্দির বা কেউ নিজেদের গ্রামের শিব মন্দিরে৷

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad