ঘাটাল ও চন্দ্রকোণা কলেজের পড়ুয়াদের টিকা দেওয়া শুরু হল

তনুপ ঘোষ: পুজোর পর স্কুল কলেজ খোলার সম্ভাবনা,পঠনপাঠন চালুর আগেই কলেজ পড়ুয়াদের টিকাকরণের সিদ্ধান্ত সরকারের,কলেজে শুরু হল পড়ুয়াদের টিকাকরণ। পুজোর পর কলেজ চালু হওয়ার সম্ভাবনা তারই প্রস্তুতি শুরু করলো রাজ্যসরকার।করোনার জেরে গত দেড়বছর কলেজ গুলিতে পঠনপাঠন বন্ধ রয়েছে।পড়ুয়াদের করোনার টিকা দিয়ে পঠনপাঠন শুরু করার উদ্যোগ নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর।রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কলেজের ছাত্রছাত্রীদের টিকাকরণ করা হবে যাতে দুর্গা পুজোর পরই ফের কলেজগুলি শুরু করা যায়।সেই লক্ষ্য আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে কলেজগুলিতে শুরু হয়েছে পড়ুয়াদের টিকাকরণ কর্মসূচী।ঘাটাল মহকুমার ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যায়, চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয় কলেজে শুরু হল পড়ুয়াদের টিকাকরণ কর্মসূচী।
ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের টিকাকরণ কর্মসূচির সূচনার সময় উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর প্রমুখ।
এই ভিডিওগুলি চন্দ্রকোণা বিদ্যাসাগর মহাবিদ্যালয়েরে। আজ মঙ্গলবার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের তত্বাবধানে কলেজে শিবির করে ৭০০ জন পড়ুয়াকে করোনার প্রথম ডোজ দেওয়া হয়।

তনুপ ঘোষ: 'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com