এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় করোণায় মৃত্যু সিপিএম নেতার

Published on: September 13, 2020 । 7:45 AM

চন্দ্রকান্ত পাইক: চন্দ্রকোণার প্রবীণ সিপিএম নেতা সুধাংশু বেরা করোনা সংক্রমিত হয়ে মারা গেলেন। গতকাল তথা ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি শালবনীর করোনা হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। পাঁচের দশকে সিপিআইয়ের হাত ধরে রাজনীতি শুরু। ১৯৬৪ সাল থেকে তিনি সিপিএম করে আসছিলেন।
সম্প্রতি তিনি বেশ কিছু উপসর্গ নিয়ে প্রথমে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল পরে সেখান থেকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গত সন্ধ্যায় তিনি মারা যান। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তিনি করোনা সংক্রমিত ছিলেন।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]