করোনা: সরকারি ত্রাণ তহবিলে ঘাটাল মহকুমা থেকে যাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন

টিম স্থানীয় সংবাদ: করোনা ভাইরাসের জেরে বিশ্বের সঙ্গে ভারতবর্ষও বিপর্যয়ের মুখে। এর শেষ কোথায় তা নিয়ে এখনই অনুমান করা সম্ভব হচ্ছে না। তবে এর ভয়াবহতা আরও বাড়বে তা নিয়ে কোনও সংশয় নেই। তাই প্রশাসন প্রত্যন্ত গ্রাম ও ছোট শহরের স্কুল-কলেজগুলিকেও কোয়ারেন্টাইন বানানোর উদ্যোগ নিয়েছে। ইতি মধ্যে ঘাটাল মহকুমায় বেশ কয়েকটি সরকারি কোয়ারেন্টাইন হিসেব তৈরি করা হয়েছে। মানুষের এই আপদকালীন চিকিৎসার জন্য সরকারি কোষাগার থেকে প্রচুর টাকা ব্যয় হবে। তার জন্য রাজ্য সরকারের ‘স্টেট ইমারজেন্টি ত্রাণ তহবিল’ (West Bengal Emergency Relief Fund; A/c No: 628005501339 and the IFSC code is ICIC0006280 ) এবং প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলে (PMRF এই লিঙ্কে ক্লিক করে টাকা পাঠানো যাবে) টাকা পাঠানোর জন্য আবেদন করা হয়েছে। ঘাটাল মহকুমার যে সমস্ত বাসিন্দা  টাকা পাঠানোর পর আমাদের দপ্তরে ব্যাঙ্কের/টাকা ট্রান্সফারের নথি পাঠিয়েছেন তাঁদের নামগুলি প্রকাশ করা হল।
ঘাটাল লোকসভা কেন্দ্রের সংসদ প্রতিনিধি রামপদ মান্না ৫১হাজার এক টাকা(WBERF), ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই ৫১হাজার টাকা(WBERF), ঘাটাল ব্লকের মনোহরপুর-১ গ্রামপঞ্চায়েতের সদস্য সোমনাথ রায় দিয়েছেন এক মাসের ভাতা(WBERF), দাসপুর-১ ব্লকের বিনয়-বাদল-দীনেশ ক্লাব দিয়েছে ১০ হাজার টাকা(WBERF), দাসপুর-১ ব্লকের পাঁচবেড়িয়া গ্রামপঞ্চায়েতের জনপ্রতিনিধি ও কর্মীরা দিয়েছেন ৩৬ হাজার ৭০০টাকা(WBERF), দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক দিয়েছেন  ৫১হাজার টাকা(WBERF),    দাসপুরের বিধায়ক মমতা ভুইঞা ৪১ হাজার টাকা দিয়েছেন(WBERF),  দাসপুর-১ গ্রামপঞ্চায়েতের কর্মী গোপাল করণ পাঁচ হাজার টাকা দিয়েছেন(WBERF), ঘাটাল আদালতের আইনজীবী সমীর ঘোষ পাঁচ হাজার টাকা দিয়েছেন(PMRF), ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রামপঞ্চায়েতের উপ-প্রধান বিশ্বজিৎ বারিক পাঁচ হাজার টাকা  দিয়েছেন (WBERF), ঘাটাল থানার আলুই গ্রামের বাসিন্দা অনন্ত মণ্ডল পাঁচ হাজার এক টাকা দিয়েছেন (WBERF), ঘাটাল মহকুমা বাস ওনার্স অ্যাসোসিয়েশন দিয়েছে ৫১ হাজার টাকা(WBERF), দাসপুর-২ ব্লকের সোনাখালি স্কুলপাড়া দুর্গা পুজো কমিটি ২০ হাজার টাকা(WBERF) দিয়েছে।ঘাটাল ব্লকের নতুন বিবেকানন্দ বিদ্যামন্দিরের শিক্ষক-শিক্ষিকারা ৩০ হাজার টাকা(WBERF) দিয়েছেন। ঘাটাল বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের পক্ষ থেকে এক লক্ষ টাকা দেওয়া হয়েছে(WBERF)। দাসপুর-২ ব্লকের খুকুড়দহ ইয়ং স্টার ক্লাব মূখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এগারো হাজার সাতশো টাকা তুলে দিয়েছে। হরেকৃষ্ণপুর প্রগতি সঙ্ঘ ক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।