করোনার আইসোলেশন ওয়ার্ড এবার ঘাটালেই

সুইটি রায়: ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে তৈরি হতে চলেছে করোনার আইসোলেশন ওয়ার্ড। করোনার উপসর্গযুক্ত রোগীদের এখানে রেখে তাদের নমুনা সংগ্রহ করার উদ্দেশ্যেই এই ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর।এতদিন পর্যন্ত উপসর্গযুক্ত রোগীদেরও কোয়ারেন্টাইন সেন্টার গুলিতেই রাখা হতো ফলে ওই জায়গাগুলিতে তাদের নিয়মিত চিকিৎসার অসুবিধে হতো।ঘাটালের আইসোলেশন ওয়ার্ডটি তৈরি হলে উপসর্গযুক্ত রোগীদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে এবং রিপোর্ট পজিটিভ হলে তাদের শালবনী করোনা হাসপাতালে পাঠানো হবে বলে জানা গিয়েছে। এ বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাইচন্দ্র মণ্ডল বলেন, ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের পাশে পুরোনো বিল্ডিং-এ আমরা ৩০ শয্যাবিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নিয়েছি। খুব শীঘ্রই এর কাজ শুরু হবে। ওই ওয়ার্ড তৈরি হলে উপসর্গ যুক্ত রোগীদের কোয়ারেন্টাইন সেন্টারগুলির পরিবর্তে এখানেই রাখা হবে ফলে তারা নিয়মিত চিকিৎসকদের নজরে থাকবে।ঘাটাল ছাড়া ডেবরাতেও ৪০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড তৈরি হতে চলেছে বলে জানান তিনি।প্রসঙ্গত উল্লেখ্য গত সপ্তাহ অব্দি জেলার করোনা আক্রান্তদের মেচোগ্রামের বড়মা হাসপাতালে পাঠানো হলেও বর্তমানে জেলা স্বাস্থ্য প্রশাসন করোনা আক্রান্তদের নিজের জেলাতেই চিকিৎসার সিদ্ধান্ত নেয়। ফলে গত ৬ জুন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালটিকে করোনা হাসপাতাল হিসেবে চালু করার কথা ঘোষণা করা হয়। কিন্তু কিছু পরিকাঠামোগত অসুবিধার কারণে তা সম্ভব হয়নি। তবে সমস্ত বাধা কাটিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ১৫ জুন থেকেই সম্ভবত ওখানে করোনার চিকিৎসা শুরু হবে। শালবনীর হাসপাতালে চিকিৎসা শুরু হলেই ঘাটালের আইসোলেশন ওয়ার্ড তৈরির কাজ শুরু হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।