ঊর্ধ্বমুখী ঘাটাল জুড়ে করোনার সংক্রমণ,নতুন করে আক্রান্ত আরও ১৭

 

ঘাটাল মহকুমা জুড়ে নতুন করে করোনায় সংক্রমিত হলেন আরও ১৭ জন।
ঘাটাল:জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা ১২ জানুয়ারি বুধবার রাতে যে করোনা রিপোর্ট পেশ করেছেন তাতেই দেখা যাচ্ছে ১১ জানুয়ারি ঘাটাল হাসপাতাল থেকে যে ১১ জনের লালারসের নমুনা পাঠানো হয়েছিল তাদের মধ্যেই ৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ৩ জনের বাড়ি ঘাটাল পৌরসভা এলাকায়।
দাসপুর:অন্যদিকে ওই দিন দাসপুর গ্রামীন হাসপাতাল থেকে মোট ১৪ জনের লালারসের নমুনা পাঠানো হয় বুধবার রাতে তাদের মধ্যে ১০ জনেরই করোনা পজিটিভ। তাঁদের মধ্যে কয়েকজন গোবিন্দনগর,পাঁচবেড়িয়া ও নন্দনপুর এলাকার।
ক্ষীরপাই:জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের রিপোর্টে আরও জানা যায়,ক্ষীরপাই হাসপাতাল থেকে ওই দিন মোট ৪ জনের লালারসের নমুনা পাঠানো হয়েছিল বুধবার রাতে রিপোর্ট এলে দেখা যায় তাদের মধ্যে ২ জনের করোনা পজিটিভ।
বীরসিংহ:গ্রামীন হাসপাতালের রিপোর্টেও ১ জন করোনা পজিটিভ বলে জানা গেছে।
◑তবে চন্দ্রকোনা ও সোনাখালী হাসপাতালের করোনা রিপোর্টে নতুন করে করোনা পজিটিভ নেই। সব মিলিয়ে ঘাটাল মহকুমায় নতুন করে করোনায় সংক্রমিত হলেই আরও ১৭ জন।

আপনার অজান্তেই বন্ধুবান্ধব বা প্রতিবেশী বা আপনার স্বজন পরিবারের সদস্যও করোনায় সংক্রমিত থাকতে পারেন। কারণ এবার উপসর্গ হীন আক্রান্তের সংখ্যাটা বেশি। তাদের থেকে আপনি আক্রান্ত হয়ে শারীরিক বড়সড় সমস্যায় পড়তেই পারেন। ভ্যাক্সিন নেওয়া আছে বলে মাস্ক পরবেন না এমন ধারণা ভুল। পুলিশ দেখে পকেট থেকে মাস্ক বেরোবে এমনটা নয়,একাধিক মানুষের সাথে যোগ দেওয়ার আগেই মাস্কটা পরেনিন। বর্তমান পরিস্থিতিতে মাস্কই ভরসা,আমরা নই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এটাই নির্দেশ।

সৌমেন মিশ্র: পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭