ঘাটাল মহকুমার করোনা সংক্রমণের রিপোর্ট: ২ আগস্ট ২০২০

আজ সব মিলিয়ে ঘাটাল মহকুমায় সংক্রমিত হয়েছেন মোট: ৭জন
[লালা রস নেওয়া হয়েছিল: ৩১ জুলাই ২০২০ • লালা রসের রিপোর্ট এসেছে: ২ আগস্ট ২০২০]
লালারস সংগ্রহের স্থান কোথায় কতজন সংক্রমিত হয়েছেন
ঘাটাল মহকুমা হাসপাতাল 😊ঘাটাল মহকুমার কেউ নেই।
বীরসিংহ স্বাস্থ্যকেন্দ্র 😊ঘাটাল মহকুমার কেউ নেই।
দাসপুর হাসপাতাল ❖মোট:৩ জন। • দাসপুরের পুলিশ কর্মী  এক জন(পুরুষ/২৮), তাঁর স্ত্রী (মহিলা/২৪), দাসপুর সুজানগরের বেরা পাড়ার একজন(পুরুষ/৪৬),
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র 😊ঘাটাল মহকুমার কেউ নেই।
চন্দ্রকোণা হাসপাতাল 😊ঘাটাল মহকুমার কেউ নেই।
মেদিনীপুর আয়ুস হাসপাতাল ❖মোট:১ জন। •দাসপুরের সামাটের পাল পাড়ার একজন (পুরুষ/৪৩)
মেদিনীপুর মেডিক্যাল কলেজ 😊ঘাটাল মহকুমার কেউ নেই।
শালবনী করোনা হাসপাতাল ❖মোট:৩ জন। •ঘাটাল ব্লকের দন্দিপুরে সাঁতরা পাড়ার একজন(পুরুষ/২৩), দাসপুরের বাজুয়ার মাজি পাড়ার একজন(পুরুষ/৫৮) এবং দাসপুর-২ ব্লকের সীতাপুরের আদকপাড়ার একজন(পুরুষ/৬৯)
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]
তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad