করোনা সচেতনতায় একাই মাঠে তৃণাঙ্কুর পাল

তনুপ ঘোষ:করোনা  ভাইরাস যেন সাধারণ মানুষকে গ্রাস করতে না পারে তার জন্য নিজে থেকেই সতর্কতা মূলক প্রচার চালিয়ে যাচ্ছেন চন্দ্রকোণা থানার যাদবপুরের বাসিন্দা তৃণাঙ্কুর পাল। তিনি যখনই সময় পান সচেতনতামূলক প্রচার চালিয়ে যান। এর জন্য তিনি করোনা ভাইরাস আদলে একটি ভয়ানক পোশাকও তৈরি করেছেন। হাতে রয়েছে ভীমের গদার মতো একটি ভাইরাস আকৃতির গদা। কখনও তিনি একা বেরোন, কখনও বা দলবল নিয়ে ওই সচেতনতার কাজে বেরিয়ে পড়েন। কখনও পাড়ায়-পাড়ায় কখনও বা হাটে-বাজারে তৃণাঙ্কুরবাবুর নাটকের দল অভিনয় করে সাধারণ মানুষকে সচেতন করে চলেছেন।  তিনি যেহেতু নিজেই রঙিন পোশাকের মাধ্যমে এমন আকর্ষণীয় ভাবে  করোনার ভাইরাস সেজে অভিনয় করছেন — সেটা দেখার জন্যই সাধারণ মানুষের উৎসাহ  তুঙ্গে। শুধু করোনা ভাইরাসই নয়,  তাঁর টিমে কেউ  চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন, কেউ বা অভিনয় করছেন করোনা আক্রান্ত রোগী সেজে। তাঁদের সঙ্গে রয়েছে সত্যিকারের স্যানিটাইজারও। যেখানেই জনসমাগম বেশি সেখানেই তাঁদের টিম নিখরচায় অভিনয় করে করোনা সংক্রমণ থেকে রক্ষা পাবার জন্য সচেতনতা মূলক প্রচার চালিয়ে যাচ্ছেন। লক্ষ্য একটাই ঘাটাল মহকুমার মানুষজন যেন  করোনাতে সংক্রমিত না হন।  চন্দ্রকোণা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দোলইও তৃণাঙ্কুরবাবুর সমাজ সচেতনতা মূলক কাজকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, অনেকেই যা পারেননি তৃণাঙ্কুরবাবু তা করে দেখালেন। তৃণাঙ্কুরবাবুর নিজের আর্থিক স্বচ্ছলতা না থাকলেও নিজের পরিবারের সদস্যদের নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য এর আগেও তিনি বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছিলেন বলে জানা গিয়েছে।•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তনুপ ঘোষ: 'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com