করোনা আপডেট: ২৯ মার্চ ২০২০, দুপুর ১২:১০

টিম স্থানীয় সংবাদ: করোনা ভাইরাসের ছোবলের শিকার গোটা বিশ্ব। হা-হুতাশ মানব জীবনে। এর শেষ কোথায় কবে উঠবে মুক্তির নতুন সূর্য তা কারো জানা নেই। ভাইরাসের কম্যুউনিটি সংক্রমণ রুখতে  সরকারের হাতে লকডাউন ছাড়া এই মুহুর্তে দ্বিতীয় কোনও পন্থা নেই। মানুষের সেবাই জীবনের ঝুঁকি নিয়েই হাড়হিম পরিশ্রম করে চলেছেন  চিকিৎসক, নার্স, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী থেকে শুরু করে বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারীক ও কর্মীরা। এরই মাঝে দেশে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে সারাদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪০ মৃত ২৬ । রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ মৃত ১ 

স্থানীয় সংবাদের বার্তা: দয়াকরে বাড়িতে থাকুন, নিজে সুস্থ থাকুন এবং অন্যদের সুস্থ রাখুন। সরকারি নির্দেশ মেনে চলুন।

 

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।