এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বাজ পড়ে মৃত্যু, জখম আরও ১

Published on: August 12, 2019 । 8:15 PM

শ্রীকান্ত ভুঁইয়া: আজ সকালে দাসপুর থানার দুধকোমরা গ্রাম পঞ্চায়েত এলাকায় জমিতে ধান রোয়ার সময় বাজ পড়ে মারা যান এক ব‍্যক্তি এবং আহত হন আরেক ব্যক্তি। বজ্রপাতে মৃত ব্যক্তির নাম পিটু কারক(৪৫)। বাড়ি দাসপুর থানার শীবরা গ্রামের মনসা তলায়।ঘটনাসূত্রে জানা গিয়েছে, আজ ১২আগষ্ট সকালে শিবরার পাশের গ্রাম চকদোগাছিয়ার মাঠে ধান রোয়ার সময় প্রচন্ড গতিতে বাজ এসে পিটুর মাথায় পড়ে এবং তারপর পাশের আরেক ব্যক্তির পা পুড়ে যায় বাজের ঝলসানিতে। বাকি আরও চার পাঁচজন ছিলেন, তাদের কিছু হয়নি।
দুর্ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে তমলুক হাসপাতালে পিটু কারককে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল। এবং পরে আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা করানো হয়। বাজ পড়ে পিটুর অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad