ইন্দ্রজিৎ মিশ্র, 👆‘স্থানীয় সংবাদ’, ঘাটাল [মো:8641911627]: আজ ১২ জুন সকালে দাসপুর থানার বাড়কাশিমপুরে মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম লক্ষীকান্ত দোলই (৩৫)। মৃত ওই যুবকের বাড়ি বাড়কাশিমপুরে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে পুকুরে মৃতদেহ ভাসতে দেখে আতঙ্কিত হয়ে যান। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।
দাসপুরের বাড়কাশিমপুরে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
By মন্দিরা মাজি
Published on: June 12, 2021 । 9:39 AM







