এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে সিএএ- র সমর্থনে বিজেপির পথসভা

Published on: January 19, 2020 । 7:21 PM

নিজস্ব সংবাদদাতা: সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) তথা নাগরিকত্ব সংশোধনী আইন এর সমর্থনে পথসভা করল দাসপুর- ২ ব্লকের উত্তর মন্ডল বিজেপি নেতৃত্ব। আজ ১৯ জানুয়ারি কামালপুর- ২ অঞ্চল প্রাঙ্গণে এই পথসভাটি হয় বলে জানান বিজেপির দাসপুর- ২ ব্লকের উত্তর মন্ডলের সভাপতি প্রভাসরঞ্জন মাজি। এই আইনের সমর্থনে শতাধিক মানুষ পথসভায় জমায়েত হন। সভায় বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সদস্য বীরেন পাল, দিলীপ রায় প্রমুখ।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177