দাসপুরের দাদপুরে রেশন মালিককে ঘেরাও করে গ্রাহকরা প্রাপ্য বুঝে নিল

লকডাউন! সারা মহকুমা রাজ্য ও দেশের সাথে দাসপুরের বিভিন্ন রেশন দোকানে দেওয়া হচ্ছে রেশন সামগ্রী। কিন্তু অনেকক্ষত্রেই রেশন সামগ্রীর সঠিক পরিমাপ নিয়ে উঠছে বিস্তর অভিযোগ।

দাসপুরের বিভিন্ন এলাকায় রেশন মালিকরা জানিয়েছেন মালের যোগান নেই তাই কম,যোগান থাকলে সারা মাসের। তবে ইচ্ছে করেই অনেক ক্ষেত্রেই পরিমানে কম দেওয়া হচ্ছে।

কোথাও স্থানীয় পঞ্চায়েত দাঁড়িয়ে থেকে গ্রাহকদের বলছেন কম্প্রোমাইজ করার কথা। এমনই এক ঘটনা ঘটেছে দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার দাদপুর গ্রামের এক রেশন দোকানে।

রেশন দোকানদার রেশন সামগ্রী পাওনার তুলনায় অনেক কম দিচ্ছেন,এই অভিযোগে গ্রামবাসীরা ঘেরাও করেন রেশন মালিককে। উত্তেজনার পারদ চড়তে থাকে,ঘটনাস্থলে পৌঁছান দাসপুর পুলিশ ও খাদ্য দপ্তরের আধিকারিকরা। বৃহস্পতিবার রাত পর্যন্ত এলাকাবাসীর প্রতিবাদের জেরে তাঁদের বকেয়া রেশন ফিরিয়ে দেন রেশন মালিক।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।