শ্রীকান্ত ভুঁইঞা ও বুবাই প্রামাণিক: আজ ১১ সেপ্টেম্বর দুপুরে দাসপুর-২ ব্লকের চকসুলতানে একটি কাঠের ব্রিজ ও বেশ কয়েকটি দোকান ভেঙে পলাশপাই খালে পড়ে গেল। এনিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, কিছু দিন আগে ওই পলাশপাই খাল সংস্কার করা হয়েছিল। অবৈজ্ঞানিক ভাবে খালটি খনন করার ফলেই এই বিপত্তি। দাসপুর-২ বিডিও অনির্বান সাহু বলেন, ঘটনাটি শুনেছি খোঁজ নিচ্ছি।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











