এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বন্ধুর বাড়ি গিয়ে রহস্যজনক মৃত্যু,তদন্তে দাসপুর পুলিশ

Published on: June 12, 2021 । 10:35 AM

বন্ধুর বাড়ি গিয়ে গভীর রাতে রহস্যজনক ভাবে মৃত্যু হল দাসপুর থানার ঝুমঝুমি গ্রামের বছর ১৮ এর শম্ভু সিং নামে এক যুবকের। আজ ১২ই জুন শনিবারের সকালে দাসপুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠালো।

মৃতের বাবা শুক্রা সিং জানান,কালি পুজো উপলক্ষে শুক্রবার বিকেলে দাসপুর থানার রাজনগর পশ্চিমে বন্ধু দেবব্রত বড়দোলইয়ের বাড়ি আসে মেজ ছেলে শম্ভু। শুক্রবার গভীর রাতে ছেলের অসুস্থতার খবর পেয়ে রাত প্রায় ২টা নাগাদ তিনি রাজনগরর পৌঁছে দেখেন ছেলে মৃত। অন্যদিকে বড়দোলই পরিবারের পক্ষে জানানো হচ্ছে,রাত প্রায় ১২টা নাগাদ শম্ভুর কষ্ট শুরু হলে বমি করে। স্থানীয় চিকিৎসককে ডাকলে তিনি জানান শম্ভু মৃত।

তবে শম্ভু ওই রাতে যথেষ্ট মদ্যপান করেছিল বলে জানাগেছে। শম্ভুর বাবা জানান,ছেলে মাঝে মধ্যে মদ্যপান করত তবে তার পর বমিও করত। তবে মাত্র ১৮ বছরের তরতাজা যুবকের এভাবে মৃত্যু উভয় পরিবারই মেনে নিতে পারছে না। অন্যদিকে দাসপুর পুলিশের কর্তব্যরত অফিসার মৃতদেহের প্রাথমিক নিরীক্ষণ করে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। সব মিলিয়ে উৎসবের মাঝে দাসপুরের রাজনগরে এখন শোকের ছায়া।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭