এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বীরসিংহে বিদ্যাসাগরের মৃত্যু দিবস পালিত হল, মন্ত্রী শুভেন্দু অধিকারীও পুষ্পস্তবক পাঠালেন

Published on: July 29, 2020 । 3:31 PM

কুনাল সিংহ রায়, বীরসিংহ: পূর্ণ লকডাউনের মাঝেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩০তম মৃত্যু বার্ষিকী পালিত হল।  প্রথা অনুযায়ী আজকের দিনেই ১৩ই শ্রাবণ মহা আড়ম্বরে পালিত হয়ে এসেছে তাঁর মহান মৃত্যুতিথি। কিন্তু বিশ্বজুড়ে ভয়াল করোনা থাবায় বিদ্যাসাগরের মৃত্যু দিবসের এবছর বন্ধ হয়ে গেল শতবর্ষ প্রাচীন বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের দিনভোর চলা নরনারায়ণ সেবা,বিদ্যাসাগর কেন্দ্রীক আলোচনা চক্র,ছোট্ট মেলা।এই উপলক্ষে সকাল থেকেই বীরসিংহ গ্রাম হয়ে পড়ত জনাকীর্ণ। আবাল বৃদ্ধবনিতার ভিড়ে গমগম করত এলাকা।বিকাল থেকে তিলধারনের জায়গা পাওয়া যেত না বিকাল থেকে। আজ যেন সবই অতীত,  এলাকাবাসী প্রতীক্ষায় আগামী বছরের, মহামারী মুক্ত স্বমহিমা উজ্জ্বল ১৩ই শ্রাবণের।
আজ রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে বীরসিংহে বিদ্যাসাগরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। বেলা ১০টা নাগাদ বেশ কয়েক জন শুভেন্দু-অনুগামী বিদ্যাসাগরের  জন্মভিটায় এসে বিদ্যাসাগরেরে প্রতিকৃতি ও জন্মস্থানে মালা ও পুষ্পস্তবক দেন। তৃণমূল নেতা শপথ চক্রবর্তী বলেন, আজকের দিনে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর বীরসিংহে আসার কথা ছিল। কিন্তু পূর্ণ লকডাউনের জন্য তিনি এখানে আসার কর্মসূচি বাতিল করেছেন। সেজন্য তাঁরই নির্দেশে  আমরা মহাপুরুষের স্মরণে এসেছি।
আজ বীরসিংহে গ্রামবাসীদের পাশাপাশি খড়ার বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী কমিটির পক্ষ থেকেও এই মনীষীর মূর্তিতে মাল্যদান করা হয়।উপস্থিত ছিলেন প্রবীর হান্ডা প্রমুখ ব্যক্তিবর্গ।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]