ঘাটালে পুজো করে ফেরার পথে স্রোতে তলিয়ে মৃত্যু পুরোহিতের

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল:বিশ্বকর্মা পুজো করে ফেরার সময় ঘাটালে বন্যার জলে তলিয়ে মৃত্যু হল এক পুরোহিতের। ওই পুরোহিতের নাম দিলীপ হড়। বয়স ৭৫ বছর। ঘাটাল পুরসভার ১০ নম্বর ওয়ার্ড গড়প্রতাপনগরে বাড়ি। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত কাল ১৭ সেপ্টেম্বর দিলীপবাবু তাঁরা স্ত্রী ও ছেলে রাজকুমার হড়কে নিয়ে ঘাটাল ইলেকট্রিক অফিসে বিশ্বকমা পুজো করে বিকেল ৫টা নাগাদ বাড়ি ফিরছিলেন। যেহেতু বন্যার জন্য ঘাটাল শহরের বহু এলাকা ডুবে গিয়েছে। রাস্তার উপর গলা সমান জল। তাই তাঁরা গলা সমান জল পেরিয়েই বাড়ি ফিরছিলেন। কিন্তু বাড়ি ফেরার সময় বৃদ্ধ পুরোহিত স্রোতের মুখে তুলিয়ে যান। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘাটাল থানার পুলিস জানিয়েছে, তারা মৃতদেহের ময়না তদন্ত করার ব্যবস্থা করেছ।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।