খড়ার শহরে গৃহবধূর জলে ডুবে মৃত্যু, চাঞ্চল্য

কুমারেশ চানক, ঘাটাল: খড়ার ১০ নম্বর ওয়ার্ডের সোমা দে বর্ধন নামে ৪৮ বছরের এক গৃহবধুর জলেঢুবে মৃত্যু ঘিরে চাঞ্চল্য। এলাকায় শোকের ছায়া। জানা গেছে আজ দুপুরে খড়ার উদায়গঞ্জের বাসিন্দা সোমা দে বর্ধন সপরিবারে দুপুরের খাবার খাওয়ার পর বাড়ির পাশের এক পুকুরে থালা বাসন ধুতে গিয়েছিলেন । ঘন্টাখানেকের মধ্যেই সেই পুকুর থেকেই ভাসমান মৃতদেহ উদ্ধার হয় সোমাদেবীর। স্বামীর নাম সুশীল বর্ধন। এলাকার বাসিন্দা শ্রীমন্ত খাঁ সহ অন্যান্যরা বলেন, দুপুরে পুকুরের জলে বাসনপত্র ধুতে গিয়েছিলেন তিনি, দীর্ঘ সময় পার হয়ে গেলেও বাড়ি না ফেরায় তার ১৭ বছরের এক নাবালক ছেলে খোঁজা খুঁজি শুরু করে মায়ের, পরে পাড়া প্রতিবেশীরা পুকুরের জলে তার মৃতদেহ ভাসতে দেখেন। সকলের সহযোগিতায় তার ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ, দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রসঙ্গত সোমা দেবীর দুই ছেলে বড় ছেলে ভিন্ন রাজ্যে কর্মরত, ছোট ছেলে স্কুল পড়ুয়া।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।