তনুপ ঘোষ: টেবিল ফ্যান চালাতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ২২ জুন সকালে বাড়ির টেবিল ফ্যান চালাতে গিয়ে চন্দ্রকোণা বান্দিপুর ২ ব্লকের পালংপুরের প্রদীপ মন্ডল (৩২) ইলেকট্রিক শক খান। ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়। তরতাজা যুবকের মৃত্যুতেএলাকায় নেমে আসে শোকের ছায়া।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











