এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

খড়ারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল কলেজ ছাত্রীর

Published on: June 20, 2021 । 4:19 PM

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: খড়ার পুরসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ এলাকাবাসী। মৃত ওই ছাত্রীর নাম  সায়নী ঘোষ(২০), দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বর্তমানে মেদিনীপুর গোপ কলেজে রসায়নবিদ্যায় অনার্স নিয়ে পড়াশোনা করতেন। স্থানীয়রা জানান, আজ ২০ জুন রবিবার সকালে পাশের বাড়িতে ফুল তুলতে গিয়েছিলেন সায়নী। সেখানেই বিদুৎতের তার ছিঁড়ে পড়েছিল, সেই তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, লকডাউনে কলেজ বন্ধ থাকায় বাড়িতেই ছিলেন সায়নী। কিন্তু হঠাৎ করে এইভাবে মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবার ও গ্ৰামের বাসিন্দারা।   এলাকায় খুবই মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিলেন সায়নী। বরাবরই ভালো রেজাল্ট করে এসেছেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now