এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বাসের মধ্যেই বাস কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

Published on: December 30, 2025 । 10:11 AM

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: পাঁশকুড়া স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডে বাসের ভেতর থেকে এক বাসকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, পাঁশকুড়া-বর্ধমান রুটের ওই বাসটি প্রতিদিনের মতো সোমবার রাতে বাসস্ট্যান্ডেই নাইটহল্ট করেছিল। মঙ্গলবার ভোর ৪টে ১৫ মিনিটে বাসটির বর্ধমানের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই বাসের ভেতর হেল্পারের ঝুলন্ত দেহ দেখতে পান অন্যান্যরা। মৃত ওই কর্মীর নাম সেখ মিরাজ (৩২), বাড়ি আরামবাগে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য মেলেনি। পুলিশ ইতিমধ্য়েই ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখছে।

Sensitive Image / সংবেদনশীল ছবি

এই ছবি সংবেদনশীল হতে পারে। Unlock করে দেখুন।

Viewer discretion advised

Powered by eht

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/