করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ঘাটাল এলআইসি’র ডিও নিজামুদ্দিন আহম্মেদ

ছবিটি নিজামুদ্দিন আহম্মেদ খানের

তৃপ্তি পাল কর্মকার: করোনাতে আক্রান্ত হয়ে মারা গেলেন জীবন বিমা নিগমের ঘাটাল শাখার জনপ্রিয় ডিও(ডেভেলপমেন্ট অফিসার) নিজামুদ্দিন আহম্মেদ খান(৫৭)। গতকাল ৭ অক্টোবর কলকাতার আলিপুরের একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে তিনি মারা গিয়েছেন বলে জীবন বিমা নিগমের ঘাটাল শাখা সূত্রে জানা গিয়েছে।
নিজামুদ্দিন আহম্মেদ খানের আদি বাড়ি চন্দ্রকোণা-১ ব্লকের মহাবালাতে। তিনি বেশ কয়েক বছর ঘাটাল শহরের ১৬ নম্বর ওয়ার্ডের দূরাভাষ পল্লিতে বাড়ি নির্মাণ করে রয়েছেন। সেপ্টেম্বরের তৃতীত সপ্তাহে তিনি শেষ বারের মতো অফিসে আসেন। ওই শাখার অন্য এক ডিও তথা নিজামুদ্দিন আহম্মেদ খানের  সহকর্মী অরুণ বাঙাল বলেন, শারীরিক সমস্যার জন্য তিনি ২৮ সেপ্টেম্বর কলিকাতার বেসরকারি অন্য একটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে লালা রস পরীক্ষা করান। ২৯ তারিখে রিপোর্ট আসে তিনি করোনা সংক্রমিত। ৩০ তারিখে আলিপুরের ওই বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি হন। ক্রমশই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। গতকাল সন্ধ্যার পর তিনি মারা যান। নিজামুদ্দিন আহম্মেদ খানের মৃত্যু কেউই মেনে নিতে পারেনি। তাঁর মৃত্যুতে শোকাহত ওই শাখার সমস্ত কর্মী, আধিকারিক এবং এজেন্টরা।
ওই শাখার অন্য এক ডিও বিশ্বজিৎ মণ্ডলও করোনা সংক্রমিত হয়ে ভর্তি ছিলেন। বর্তমানে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শাখা সূত্রে জানা গিয়েছে, আরও দু’জন কর্মী করোনা সংক্রমিত রয়েছেন। এছাড়াও বেশ কয়েক জন বিমা এজেন্টেরও করোনা পজিটিভ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। ফলে বিমা কর্মী, এজেন্ট এবং গ্রাহকদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad