মেডিক্যাল কলেজ থেকে কলকাতার পথে মৃত্যু দাসপুরের শিক্ষকের

তৃপ্তি পাল কর্মকার: মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কলকাতা যাবার পথে শরীরে অক্সিজেনের মাত্রা কমে মারা গেলেন দাসপুর থানার খানজাপুরের বাসিন্দা কাশীনাথ সাউ(৪০)। কাশীনাথবাবু দাসপুর-২ ব্লকের কলাগেছিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। কয়েক দিন আগে জ্বর কাশি নিয়ে ভুগছিলেন তিনি। ২০ আগস্ট শারীরিক কষ্ট বাড়লে তিনি ঘাটাল হাসপাতালে চিকিৎসার জন্য যান।  শরীরের উপসর্গ দেখে সন্দেহ হতে ঘাটাল হাসপাতাল তাঁকে শালবনী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।  তিনি শালবনীতে ভর্তি হতে না পেরে কাশীনাথবাবু মেদিনীপুর কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসারত অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে এবং শরীরে মারাত্মকভাবে অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাঁকে ২৪ আগস্ট কলকাতায় স্থানান্তরিত  করা হয়। কলকাতা যাবার পথে ওই দিনই কাশীনাথবাবু মারা যান। প্রশাসন পরিজনদের হাতে দেহ তুলে দেয়নি। প্রশাসনের নির্দেশে ২৪ আগস্ট রাতেই তাঁর দেহ খড়্গপুর ইলেকট্রিক চুল্লিতে দাহ করার ব্যবস্থা করা হয়। কাশীনাথবাবু খুব জনপ্রিয় শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুতে সারা মহকুমায় শোকের ছায়া নেমে আসে।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad