এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের যুবকের ট্রেন থেকে পড়ে রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য

Published on: September 4, 2019 । 4:51 PM

রবীন্দ্র কর্মকার: রহস্যজনকভাবে ট্রেন থেকে পড়ে দাসপুরের যুবকের মৃত্যু। ওই যুবকের নাম সেখ মেহবুব রহমান। বাড়ি দাসপুর থানার ইসবপুর গ্রামে। গত ৩ সেপ্টেম্বর ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। কী ভাবে তাঁর মৃত্যু হয়েছিল নিচে দেওয়া ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন।

 

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177