ঘাটালে ১০০ দিনের কাজ করতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু

মনসারাম কর: ১০০ দিনের কাজ করতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। ওই প্রৌঢ়ের নাম ভরত সাতিক(৫২)। ঘাটাল থানার মনোহরপুর শ্যামসুন্দরপুরে বাড়ি। ১৬ অক্টোবার সাপে কাটার ঘটনাটি ঘটলেও গত কাল ১৭ অক্টোবর কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মৃত্যু হয়।
ঘাটাল ব্লকের মনোহরপুর গ্রামপঞ্চায়েতের খোটেল মাঠের জঞ্জাল পরিষ্কার করার  সময় জঞ্জালের সাথে থাকা একটি চন্দ্রবড়া সাপ তাঁকে কামড় দিলে উপস্থিত সকলেই তৎক্ষণাৎ তাঁকে ঘাটাল হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন।একই সাথে জঞ্জালের মধ্য থেকে চন্দ্রবোড়া সাপটিকে ধরে ফেলেন সকলে মিলে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান গ্রাম পঞ্চায়েত প্রধান গণেশ মান্না। ওইদিন সন্ধ্যা নাগাদ ঘাটাল হাসপাতালে ভরতবাবুর শারীরিক অবস্থার অবনতি দেখে ঘাটাল থেকে কলকাতায় স্থানান্তরিত করার ব্যবস্থা করা হয়।  রাতেই তাঁকে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করা হয়। গণেশবাবু বলেন, পরের দিন অর্থাৎ ১৭ অক্টোবর শনিবার দুপরে চিকিৎসা চলাকালীন সেখানেই মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।