এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোনার অসহায় বৃদ্ধার পাশে অভিনেতা সাংসদ দেব

Published on: August 29, 2020 । 10:54 AM

বাবলু সাঁতরা: ছেলে বৌমা থাকতেও অসহায় অশীতিপর বৃদ্ধা। দুই ছেলে থাকতেও ৮০ বছর বয়েসে অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে দুবেলা অন্নের সংস্থান করেন তিনি। আর মাথা গোঁজার ঠাঁই বলতে একেবারে ভাঙাচোরা মাটির বাড়ি। বার্ধক্যভাতা আর রেশনের চাল, দিন গুজরানের সম্বল মাত্র। অতপর পরিচারিকা মাসির কষ্টের কথা অনুসুয়া সরকার টুইটারের মাধ্যমে অভিনেতা সাংসদ দেবকে টুইট করলে তৈরি হয় আশার আলো। দেব সেই টুইটের রিটুইট করে বৃদ্ধার ফোন নম্বর চান। (•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিককরতে পারেন)। তার পরেই সাংসদ প্রতিনিধির ফোন আসে সেই নম্বরে। পরিস্থিতি খতিয়ে দেখে সাহায্যের আশ্বাস মিলল অভিনেতা সাংসদ দেবের তরফে। ঘটনা চন্দ্রকোনা পুরসভার ৯ নম্বর ওয়ার্ড রামগঞ্জ গ্রামের। জানা গিয়েছে দুই ছেলের কেউই দেখেন না উষাদেবীকে। তাই অসহায় অবস্থাতেই কাটছে জীবনের শেষ প্রান্তের দিনগুলো।
বাড়ি নেই, জীবনের ঝুঁকি নিয়ে ভগ্নপ্রায় মাটির বাড়িতেই থাকেন তিনি। উষাদেবীর অভিযোগ, বাড়ির বেহাল ভাঙাচোরা অবস্থার কথা প্রশাসন ও স্থানীয় শাসকদলের নেতাদের বার বার বলেও কোনও কাজ হয়নি । যদিও ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রামপ্রসাদ রায় বৃদ্ধার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন প্রশাসনিকভাবে সবসময় ওনাকে সাহায্য করা হয়। পাশাপাশি রামপ্রসাদবাবু দেবের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।