ঘাটালে ধান ব্যবসায়ীর বিষক্রিয়ায় মৃত্যু, পাওনাদাররা মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখালেন

স্থানীয় সংবাদ, ঘাটাল: ধান ব্যবসা করতেন ঘাটাল থানার সিংহডাঙার বাসিন্দা বিশ্বজিৎ চক্রবর্তী ওরফে অমল। গত কাল ১৮ জুন বিষক্রিয়া মারা যান। আজ সকালে অমলবাবুর বাড়িতে তাঁর মৃতদেহ এলে বেশ কয়েকশ পাওনাদার মৃতদেহ দাহ করতে বাধা দেন। তাঁদের অভিযোগ, অমলবাবু বিগত কয়েক মাস ধরে কয়েকশ চাষির কাছ থেকে প্রায় কোটিটাকার ধান কিনেছিলেন। কিন্তু চাষিদেরকে সেই টাকা দেননি। টাকা দিতে না পারার ফলে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। সেজন্যই আজ ১৯ জুন মৃতদেহকে আটকে রেখে তাঁরা বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক পুলিস বাহিনীনিয়ে ঘটনাস্থলে যান। তিনি মিল মালিকে থানায় ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করার আশ্বাস দিলে পাওনাদারেরা ফিরে যান। পুলিস জানিয়েছে, মৃতদেহের ময়না তদন্ত করা হচ্ছে। সমস্ত পাওনাদারদের সঙ্গে কথা বলা হচ্ছে।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।