ভিন জেলায় গিয়ে মন্ত্রীর হাতে পুরস্কৃত হল দাসপুরের দিশা

সৌমি নাগ দত্ত, স্থানীয় সংবাদ: ভিন জেলায় গিয়ে মন্ত্রীর হাতে বর্ণপরিচয় সামাজিক সম্মানে ভূষিত হল [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] দাসপুরের দিশা ওয়েলফেয়ার সোসাইটি। দাসপুর-১ ব্লকের একটি সমাজসেবী সংস্থা হল এই দিশা। এই সংস্থার সম্পাদক শ্রীকান্ত কদম, সদস্য শ্যামসুন্দর দোলই, কিংকর পাত্র, ডাক্তার প্রফুল্ল বেরা প্রমুখদের হাতে ওই সম্মান তুলে দেন রাজ্যের কৃষি মন্ত্রী তথা কবি শোভনদেব চট্টোপাধ্যায়। ওই অনুষ্ঠানের আয়োজক ছিল মিশন বিদ্যাসাগর ও কলকাতা ওয়েব ফাউন্ডেশন। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের স্মরণে বিদ্যাসাগর উৎসবে উত্তর ২৪ পরগনার খড়দহ পৌরসভার রবীন্দ্রভবনে ওই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কিশোরী কবি সুরভী চট্টোপাধ্যায়। এদিন আয়োজকদের পক্ষ থেকে দিশা ছাড়াও মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সংগীত শিল্পী ও পরিচালক কল্যাণ সেন বরাট, খড়দহ পৌরসভার প্রধান নীলু সরকার,শিক্ষক হরগোবিন্দ দোলই,খড়দহ থানার আধিকারিক রাজকুমার সরকার, কবি ও গীতিকার কৌশিক সেনগুপ্ত, শিক্ষক ও কবি বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় এবং নদীয়া জেলার রানাঘাট সিটিজেন্স ফোরামকেও সম্মানিত করা হয়েছে।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।