করোনা থেকে বাঁচার ইচ্ছে কি আমাদের আদৌ আছে? বেলিয়াঘাটার এ চিত্র কী বলছে!

করোনার সংক্রমণ রোধে প্রশাসনের তরফে গণ্ডী কাটা হয়েছে। সেই গণ্ডির মধ্যে দাঁড়িয়েই নিতে হবে রেশন সামগ্রী। কিন্তু মহকুমার দাসপুর-১ নম্বর ব্লকের বেলিয়াঘাটায় ধরা পড়ল অন্য চিত্র। গণ্ডী আছে তবে তার মধ্যে জনগন গরহাজির রাখা আছে রেশন নেওয়ার মানুষ জনের ব্যাগ।

আর ব্যাগের মালিকরা গণ্ডীর বাইরে ঠাট্টা তামাশায় মসগুল। সচেতন প্রশাসন জীবন বাজি রেখে প্রশাসনের সর্বস্তরের কর্মীরা মানুষের সেবায়। কিন্তু যাদের বাঁচানোর যন্য এত কিছু,তারা কি সচেতন?প্রশ্ন উঠছে।

সৌমেন মিশ্র: পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭