চিকিৎসক দিবসে অন্যভাবে শ্রদ্ধা দাসপুরের মাইক্রো আর্টিস্টের

আজ ১ জুলাই আজ চিকিৎসক দিবস। আর এই দিনটির স্মরণে এবং দিনটিকে শ্রদ্ধা জানাতে দাসপুরের নাড়াজোলের মাইক্রো আর্টিস্ট বিমান আদক ছোট্টো ট্যাবলেটে চিকিৎসার দুই গুরুত্বপূর্ণ অঙ্গ তুলে ধরলেন। ট্যাবেলেটের অর্ধেক ভাগে ফুটিয়ে তুললেন হাসপাতাল এবং অ্যাম্বুলেন্স। বিমানবাবু জানান আজ চিকিৎসকদের বিশেষ করে শ্রদ্ধা জানাবার দিন,ডাক্তার বাবুদের সারা বছর যে তিনটি বিষয়ের উপর নির্ভর করতে হয় মুমূর্ষু রুগীর প্রাণ বাঁচাতে সেগুলি হল ট্যাবলেট,হাসপাতাল এবং অ্যাম্বুলেন্স। সেগুলিই আমি ক্ষুদ্রাকারে তুলে ধরলাম।

উল্লেখ্য আজ ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিন। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। ১৯৪৮ খ্রিস্টাব্দে থেকে আমৃত্যু তিনি ওই পদে অধিষ্ঠিত ছিলেন। চিকিৎসক হিসেবেও তাঁর বিশেষ খ্যাতি ছিল। তাঁর আমলে তিনি পাঁচটি নতুন শহরের প্রতিষ্ঠা করেন যেগুলি হল দূর্গাপুর, বিধাননগর, কল্যাণী, অশোকনগর-কল্যাণগড় ও হাবড়া।

তাঁর চৌদ্দ বছরের মুখ্যমন্ত্রীত্বকালে নবগঠিত পশ্চিমবঙ্গ রাজ্যের প্রভূত উন্নতি সম্ভব হয়েছিল যে কারণেই তাকে পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত করা হয়। ১৯৬১ খ্রিস্টাব্দে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন। মৃত্যুর পর তাঁর সম্মানে কলকাতার উপনগরী সল্টলেকের নামকরণ করা হয় বিধাননগর। তাঁর জন্ম ও মৃত্যুদিন ১লা জুলাই দিনটি সারা ভারতে “চিকিৎসক দিবস” রূপে পালিত হয়।

সৌমেন মিশ্র: পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭