থার্মোকল ও প্লাস্টিকের ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা দিলেন ঘাটালের মহকুমাশাসক

কুণাল সিংহরায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: থার্মোকল ও প্লাস্টিকের ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা দিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। আজ ১ জুলাই (নীচে অনুষ্ঠানের ভিডিও দেখুন)

চিকিৎসক দিবস উপলক্ষ্যে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির উদ্যোগে ঘাটালের রাধানগরে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে মহকুমা শাসক উপস্থিত হয়ে এমনই বার্তা দিলেন। তিনি বলেন, এবছর বিভিন্ন  দুর্গাপুজো কমিটিগুলিকে জানিয়ে দেওয়া হচ্ছে প্যান্ডেলে কোনও মতেই থার্মোকল এবং প্লাস্টিক ব্যবহার করা চলবে না। যাতে সবাই প্লাস্টিক ব্যবহার বর্জন করেন তার আবেদনও জানানো হয়। রেডক্রশের আজীবন সদস্যপদ গ্রহণের  জন্য সবার কাছে আর্জিও জানান তিনি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি, শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর, খাদ্য কর্মাধ্যক্ষ প্রশান্ত রায়, বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা কারক খাঁ প্রমুখ। বক্তারা সকলেই বিধানচন্দ্র রায়ের স্মৃতিচারণ করেন। রেডক্রস সোসাইটির পক্ষে নারায়ন ভাই, শুভদীপ সিংহ রায়, শ্যামল রায়, রামমোহন চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও স্বনামধন্য চিকিৎসক বিধানচন্দ্র  রায়ের আজ জন্ম ও মৃত্যুদিন।তাঁর প্রতি সম্মান জ্ঞাপনের উদ্দেশ্যে ১ জুলাই চিকিৎসক দিবস ঘোষিত। ওইদিনটিকে স্মরণ রেখেই এই রক্তদান শিবিরের আয়োজন। আজকের ওই অনুষ্ঠানে ঘাটাল মহকুমা হাসপাতালের চিকিৎসক শোভন দাসকে সম্মানিত করা হয় বলে তাঁরা জানান। প্রসঙ্গত, ওই রক্তদান শিবিরে ১৩ জন মহিলা সহ মোট ৫২ জন রক্তদান করেন।রক্ত সংগ্রহ করে পাঁশকুড়া ব্লাড ব্যাংক।

রবীন্দ্র কর্মকার: ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177