ঘাটালে দোল উৎসব উপলক্ষে কচিকাঁচাদের নাটক, আগামী কাল প্রসাদ বিতরণ

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল শহরের কুশপাতা (বেলপুকুর)  ‘রাধা গোবিন্দ জীউ মন্দিরে’ মহাধুমধামে দোল উৎসব পালিত হল। এদিন মন্দির চত্বরে সকাল থেকে ভজন কীর্তন, আরতি, ভাগবৎ পাঠ হয়। দোল উৎসব উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়। সন্ধ্যাতে আশ্রমের ‘নটবর নাট্য গ্রুপ’-এর পরিচালনায় কচিকাঁচারা একটি নাটক পরিবেশ করেন। ওই আশ্রমের অন্যতম সেবাইত দেবকীনন্দন দাস বলেন, আজ ৯ মার্চ ছিল চৈতন্যদেবের ৫৩৪তম আবির্ভাব দিবস ছিল। ওই আবির্ভাব দিবস উপলক্ষে আগামী কাল মঙ্গলবার ১০ মার্চ দুপুরে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। প্রসাদ পেতে ইচ্ছুক ভক্তদের  আগামীকাল ওই মন্দিরে যাবার জন্য মন্দিরের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। মন্দিরের ম্যাপ: https://goo.gl/maps/dFERFmZZdhC89bLS6

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad