নিজস্ব সংবাদদাতা: ঘাটাল মহকুমার এক নক্ষত্র পতন হল। মারা গেলেন অধ্যাপক ড. প্রণব রায়। আজ ৩০ অক্টোবর কলকাতার বাঙুর হাসপাতালে তিনি ৮৫ বয়সে শেষ নিঃশাস ত্যাগ করলেন। ড. প্রণব রায়ের ভাই ড. পুলক রায় জানান, কলকাতা সংস্কৃত কলেজ সহ রাজ্যের আরও বেশ কয়েকটি কলেজের পর্যায়ক্রমে অধ্যাপনা করেছেন তিনি। কলকাতা এশিয়াটিক সোসাইটির ‘ফেলো’ এবং লণ্ডনের রয়েল এশিয়াটিক সোসাইটির ‘ফেলো’ ছিলেন তিনি। দু’টি বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট সম্মানে ভূষিত হন। প্রণববাবু একজন বিশিষ্ট গবেষক ছিলেন।
তাঁর আদি বাড়ি দাসপুর থানার বাসুদেবপুরে। তাঁর জন্ম ১৯৩৬ সালের ২ এপ্রিল। তিনি বাংলার পুরাতত্ত্ব, আঞ্চলিক ইতিহাস, মন্দির মসজিদ এবং স্থাপত্য ও মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একনিষ্ট গবেষক ও সংগ্রাহক ছিলেন। তিনিই ঘাটালের উপর ‘ঘাটালের কথা’ নামে গবেষণাধর্মী বইটির অন্যতম রচয়িতা ছিলেন। বইটি প্রকাশ করে রাজ্য সরকারের আকাদেমি সম্মানে ভূষিত হন। তাঁর মৃত্যুতে গোটা ঘাটাল মহকুমায় শোকের ছায়া নেমে আসে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)








