ঘাটাল শহরে বেহাল নিকাশি ব্যবস্থা, রাস্তার ওপরেই এত জল

নিজস্ব সংবাদদাতা: না। এটা ঘাটালের বন্যা প্লাবিত এলাকা নয়। ঘাটাল শহরের একটি ব্যস্ততম রাস্তা। ঘাটাল

কলেজ মোড় থেকে বিদ্যাসাগর স্কুল যাবার পথ। শহরের নিকাশি ব্যবস্থা বেহাল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাই একটু বৃষ্টি হলেই রাস্তার ওপর এই ভাবে জল জমে নৌকার চালানোর পরিস্থিতি তৈরি হয়। বিষয়টি বার বার পুরসভাকে জানিয়েও কোনও ফল হয়নি। তাই দুর্ভোগ কবে কাটবে তা নিয়েই চিন্তা শহরের বাসিন্দাদের। আজ ২৭ সেপ্টেম্বর ভিডিওটি তুলেছেন ওই এলাকার ব্যবসায়ী জগদীশ মণ্ডল অধিকারী।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad