করোনা থেকে বাঁচতে গোমূত্র পান করে ঠাঁই হাসপাতালে

করোনা আতঙ্কে সরকারি নিষেধাজ্ঞা ও সতর্কতার সাধারণ করনীয় নির্দেশ গুলিকেই উপেক্ষা করেই আমাদের মধ্যে অনেকেই ঘরোয়া নানা টোটকা সোশ্যালমিডিয়াসহ নানান মাধ্যম থেকে পেয়ে প্রভাবিত হচ্ছি এবং অনেকক্ষেত্রেই সমস্যায় পড়ছি। করোনার মহৌষধি নাকি গোমূত্র,যা ইতি মধ্যেই রাজ্যের প্রাণকেন্দ্র কলকাতা থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত। যদিও ইতিমধ্যেই প্রশাসন ব্যবস্থা গ্রহণও করেছে।

কিন্তু এই গোমূত্র পানেই করোনা ভাইরাসকে প্রতিরোধ করা যাবে এই ধারণায় এবার জেলার ঝাড়গ্রাম পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের জামদা এলাকার এক বছর ৪২ এর বাসিন্দা ১৭ মার্চ মঙ্গলবার গোমূত্র পান করেন। জানা গেছে পরে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে তাকে ওই দিন রাতেই ঝাড়গ্রামের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করতে হয়। জানাগেছে আজ বুধবারও তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।