ঘাটালে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানীয় জলের সংকটে বানভাসি মানুষেরা

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ১৯ সেপ্টেম্বর রবিবার ঘাটালের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেখা দিয়েছে পানীয় জলের সংকট, জানা যায় ঘাটালে বন্যার জল কমতে শুরু করেছে তবে এখনো বন্যার জলে প্লাবিত রয়েছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা, এখনো ঘাটাল পৌরসভা ২ নম্বর ওয়ার্ড আড়গোরা চন্দ্রকোনা ঘাটাল রাজ্য সড়কের উপর নৌকায় করে চলছে পারাপার। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেখা দিয়েছে পানীয় জলের সংকট। বানভাসি মানুষের দাবি, বন্যার জলে ডুবেছে তাঁদের বাড়িঘর কেউ অন্যের বাড়িতে কেউবা রাজ্য সড়কের উপর তাঁবু খাটিয়ে নিয়েছেন আশ্রয়। পাননি কোনও রকমের প্রশাসনের তরফ থেকে সুযোগ-সুবিধা, জলে ডুবেছে টিউবওয়েল। তাঁদেরকে ২ কিলোমিটার দূর থেকে দশ টাকা করে দিয়ে নৌকা ভাড়া করে আনতে হচ্ছে পানীয় জল। সব মিলিয়ে বলা যায়, ঘাটালে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।