বিজেপি করার জন্য পানীয় জল বন্ধের অভিযোগ

তৃপ্তি পাল কর্মকার: ঘাটাল ব্লকের গোপীনাথপুর গ্রামে পানীয় জল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল। আর ওই অভিযোগের তির ছোঁড়া হয়েছে তৃণমূলের দিকে। বীরসিংহ গ্রামপঞ্চায়েত অধীন গোপীনাথপুরের বাসিন্দারা বলেন, আমরা পানীয় জলের টাকা নিয়মিত দিচ্ছি। তবুও আমরা বিজেপি করি বলে আমাদের এলাকার পানীয় জল বন্ধ করে দেওয়া হয়েছে। তিন দিন ধরে পানীয় জল পাচ্ছি না। যদিও অভিযোগটি অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের বীরসিংহ অঞ্চল সভাপতি তথা ঘাটাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত রায় বলেন, অভিযোগটি ভিত্তিহীন। ওই সজলধারাটি বিজেপির লোকেরা চালান। ওদের নিজেদের মধ্যে গণ্ডগোল। তাই ওরা নিজেরাই পানীয় জল বন্ধ করে দিয়েছে। আমরা আগামী কাল ১০ সেপ্টেম্বর থেকে গ্রামপঞ্চায়েতের উদ্যোগে পানীয় জল চালু করার ব্যবস্থা করব। •এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad