সৌমি নাগ দত্ত, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: পিএইচই দপ্তরের সচীব সুরেন্দ্র গুপ্তা, আইএএস দুয়ারে সরকার ও দুয়ারে ডাক্তার ক্যাম্প পরিদর্শন করলেন।[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
আজ ৮ সেপ্টেম্বর শুক্রবার ঘাটাল মহকুমার তিনটি ব্লকের দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন পিএইচই দপ্তরের সচীব সুরেন্দ্র গুপ্তা, আইএএস। ঘাটালের রথিপুর বরদা বাণিপীঠ বিদ্যালয়ে দুয়ারে সরকারের শিবিরের পাশাপাশি দুয়ারে ডাক্তার শিবির করা হয়। সেখানেই পরিদর্শনে গিয়েছিলেন সচীব। তারপর চন্দ্রকোণা-১ ব্লকের মনোহরপুর শ্রীরামকৃষ্ণ বিদালয় এবং চন্দ্রকোণা-২ ব্লকের ঝাকরা উচ্চ বিদ্যালয়ের দুয়ারে সরকার শিবির পরিদর্শন করেন তিনি। সেইসঙ্গে ১৭ টি প্রতিবন্ধী সার্টিফিকেট ইস্যু হল আজ ওই শিবিরে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










