আজ থেকে পুনরায় শুরু দুয়ারে সরকার কর্মসূচী, জেনে নিন ক্যাম্পে কীকী সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন আপনি

নিজস্ব সংবাদদাতা: আজ ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে পুনরায় শুরু হচ্ছে রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচী। সারা রাজ্যের সাথে ঘাটাল মহকুমার প্রত্যেক গ্রামপঞ্চায়েত ও পুরসভা এলাকার নির্দিষ্ট স্থানে হতে চলেছে এই ক্যাম্প। কোন গ্রামপঞ্চায়েত বা পুরসাভা এলাকার কোথায় কবে এই ক্যাম্প হবে তা আগে থেকেই মাইকিং করে জানিয়ে দেবে সংশ্লিষ্ট গ্রামপঞ্চায়েত বা পুরসভা কতৃপক্ষ। এবারের ঘোষনা অনুযায়ী ক্যাম্প হবে দুটি রাউন্ডে। প্রথম রাউন্ড হবে ১৫ থকে ২১ তারিখ পর্যন্ত এবং দ্বিতীয় রাউন্ড হবে ১ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত। প্রত্যেক গ্রামপঞ্চায়েত বা পুরসভা এলাকায় দুটি রাউন্ডে মোট দুবার ক্যাম্প হবে। কী কী পরিষেবা চালু থাকবে এবারের দুয়ারে সরকার ক্যাম্পে? জানা গেছে, গত বার দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত পরিষেবা চালু ছিল সেগুলি সবই এবারেও থাকছে। তবে এবার কিছু নতুন প্রকল্পের সুবিধা থাকছে ক্যাম্পে। গত বার প্রায় ১৬ টি প্রকল্পের সুবিধা চালু ছিল ক্যাম্পে। তার মধ্যে রয়েছে স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, শিক্ষাশ্রী, তপশিলি জাতি-উপজাতি এবং ওবিসিদের জন্য নতুন শংসাপত্র, বিভিন্ন রকম পেনশন স্কিম, ১০০ দিনের কাজের জব কার্ড সংক্রান্ত কাজ, ঐকশ্রী, লক্ষীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিক কার্ড, কৃষক বন্ধু, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, ভূমি দপ্তর কর্তৃক জমি সংক্রান্ত কাজ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা । এবার নতুন প্রকল্প বা পরিষেবা হিসেবে ক্যাম্পে যোগ হয়েছে মৎসজীবীদের জন্য ক্রেডিট কার্ড, কুটির শিল্পের সাথে যুক্ত শ্রমিকদের জন্য আর্টিজান ক্রেডিট কার্ড, কিষান ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীদের জন্য ব্যাঙ্ক লোন সহ আরও কয়েকটি নতুন স্কিম। প্রসঙ্গত গত বারের দুয়ারে সরকারের সময় যে সমস্ত গৃহবধূদের বয়স ২৫ বছর পূর্ণ হয়নি এবং এত দিনে হয়েছে তাঁর সকলেই লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন এবারের ক্যাম্প থেকে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।